ঠাকুরগাঁওয়ে ট্রাক-পাগলুর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং আহত হয়েছেন শিশুসহ আরও নয়জন।
মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কে লক্ষীপুর ডেবাঢাঙ্গী নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর গ্রামের আমিরুলের ছেলে আরফান (২৩) ও একই উপজেলার চেয়ারম্যান পাড়া গ্রামের দিনা রামের ছেলে জয়ন্ত রায় (২৯)।
জানা গেছে, গাড়িতে থাকা শিশুসহ প্রায় ১১ জনের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় জয়ন্ত রায়ের। পরবর্তীতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরফান। আহতদের মধ্যে শিশুসহ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুরে হাসপাতালে পাঠিয়েছেন দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা।
অন্যদিকে, গুরুতর আহতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার লাহেরি গ্রামের নাছির উদ্দিনের মেয়ে মহসিনা বেগম (৪৫), একই গ্রামের আব্বাস আলীর মেয়ে আসিয়া জান্নাত (৩) এবং পীরগঞ্জ উপজেলার জামাই বাড়ি গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী আকলিমা (২২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলেন, ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী মহাসড়কে ট্রাকের সাথে পাগলুর সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/কেএইচ