চট্টগ্রামের পটিয়ায় দ্রুত গতির ড্রাম ট্রাকের ধাক্কায় মৌলানা নুরুল আমিন মোজাদ্দেদী (৭৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) বেল সোয়া ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শাহচান্দ আউলিয়া মাদরাসা গেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ সুন্নিয়া মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন।
স্থানীয়রা জানায়, সকালে চুল কাটতে মাদরাসার সামনে একটি সেলুনে যান মৌলানা নুরুল আমিন। সেখান থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ড্রামট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, দুর্ঘটানার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। গাড়ি ও চালক পালিয়ে গেছে।
আরটিভি/এমএ/এস