ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

গোপনে প্রবাসীর স্ত্রীর গোসলের দৃশ্য ধারণ, গ্রেপ্তার ২

আরটিভি নিউজ

সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ , ০১:১৬ পিএম


loading/img
প্রতীকী ছবি

বগুড়ার গাবতলীতে এক প্রবাসীর স্ত্রীর (৩৪) গোসলের দৃশ্য গোপনে ধারণ করে চাঁদা দাবির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

বিজ্ঞাপন

রোববার (১০ ডিসেম্বর) গাবতলী পৌর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন সোনাতলা উপজেলার নওদাবগা গ্রামের আব্দুল মমিন (২১) ও রুস্তম আলী (২২)। 

বিজ্ঞাপন

এর আগে রোববার দুপুরে প্রবাসীর স্ত্রী তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করেন।

র‍্যাব এক বিজ্ঞপ্তিতে ঘটনার বর্ণনা দিয়ে জানায়, ৭ ডিসেম্বর গাবতলী উপজেলার সুখানপুকুরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী নিজের বাড়িতে গোসল করছিলেন। এ সময় গোপনে তার গোসলের দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম ইমোতে পাঠিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় ৯ ডিসেম্বর ভুক্তভোগী নারী র‍্যাব বগুড়া র‌্যাব কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করেন। এরপর র‍্যাব ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে রোববার বিকেলে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় গাবতলী থেকে মমিন ও রুস্তমকে গ্রেপ্তার করা হয়।  

বিজ্ঞাপন

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (এসপি) মীর মুনির হোসেন গণমাধ্যমকে জানান, দুজনকে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাদের গাবতলী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |