ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ঢাকা-১ আসন : লড়বেন সালমান বনাম সালমা

আরটিভি নিউজ

সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ , ০১:৫২ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

দোহার ও নবাবগঞ্জ নিয়ে গঠিত ঢাকা-১ আসনে ফের ভোটযুদ্ধে মুখোমুখি হয়েছেন সালমান ফজলুর রহমান ও সালমা ইসলাম। 

বিজ্ঞাপন

সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা-১ আসনের সাতজন বৈধ প্রার্থীকে প্রতীক দেওয়া হয়। এ আসনের বর্তমান সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান দলীয় প্রতীক নৌকা পেয়েছেন। আর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির কোচেয়ারম্যান সালমা ইসলাম পেয়েছেন তার দলীয় প্রতীক লাঙ্গল।

সালমান এফ রহমানের পক্ষে মিজানুর রহমান ভূঁইয়া কিসমত প্রতীক গ্রহণ করে বলেন, আমরা আজকে থেকে মাঠে নামব। নৌকাকে জয়ী করতে যা যা করা দরকার আমরা নিয়ম মেনে তাই করব।

বিজ্ঞাপন

আর সালমা ইসলামের প্রতিনিধি জিল্লুর রহমান প্রতীক বুঝে নিয়ে গণমাধ্যমকে বলেন, আমার দল হান্ড্রেড পারসেন্ট জিতবে। আমরা ব্যাপক উন্নয়ন কাজ করেছি।

এ আসনের বাকি পাঁচ প্রার্থীর মধ্যে তৃণমূল বিএনপির মুফিদ খান পেয়েছেন দলীয় প্রতীক সোনালী আঁশ, বাংলাদেশ সুপ্রিম পার্টির শামসুজ্জামান চৌধুরী পেয়েছেন একতারা, গণফণ্টের শেখ মো. আলী পেয়েছেন মাছ। মো. করম আলী পেয়েছেন ওয়ার্কার্স পার্টির দলীয় প্রতীক হাতুড়ি। ন্যাশনাল পিপলস পার্টির আ. হাকিম পেয়েছেন আম প্রতীক।

এবারও ধারণা করা হচ্ছে, ঢাকা-১ আসনে মূল লড়াই হবে সালমান এফ রহমান ও সালমা ইসলামের মধ্যে।

বিজ্ঞাপন

এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে আসন ভাগাভাগি হলেও ঢাকা-১ আসন উন্মুক্ত রাখা হয়েছিল। ২০১৮ সালে মহাজোটের ভাগাভাগিতে এ আসনটি ছেড়ে দিতে হয় জাতীয় পার্টিকে। আওয়ামী লীগের মনোনয়নে জোটের প্রার্থী হন সালমান। 

বিজ্ঞাপন

এবার ২০২৪ সালের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনটি জোটগতভাবে উন্মুক্ত রাখা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |