• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

লাখাইয়ে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন 

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৭
লাখাইয়ে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন 
ছবি : আরটিভি

লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জাবেদ আলীর বিরুদ্ধে বারবার দুর্নীতি ও অনিয়ম এবং পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১২ ফেব্রুয়ারি) লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের সামনে হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন করেন কলেজের কয়েক শত শিক্ষার্থী।

মানববন্ধন চলাকালীন সময়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের মানববন্ধন স্থগিত করার আহ্বান জানান লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, লাখাই থানার ওসি মো. আবুল খায়ের ও লাখাই থানার ওসি (তদন্ত) চম্পক দাম।

প্রশাসনিক কর্মকর্তা ও নেতৃবৃন্দের আশ্বাসে আন্দোলনকারী শিক্ষার্থীরা মানববন্ধন স্থগিত করেন এবং শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি উপস্থাপন করেন।

এ সময় লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জাবেদ আলীর বিরুদ্ধে বারবার দুর্নীতি ও অনিয়মের কারণে দ্রুত পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা।

এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষার্থীদের তোপের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ
কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর পদত্যাগের বিষয়ে যা বললেন ট্রাম্প
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণা
পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে রাবির শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ