খাগড়াছড়িতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১টি এসএমজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে থানা এলাকার ময়ূরখীলস্থ ফিরোজের আম বাগানের ভেতরে পাহাড়ের ঢালে এগুলো উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লক্ষ্মীছড়ি থানার ওসি মো. জাকির হোসেন।
জানা যায়, লক্ষ্মীছড়ি থানায় স্থানীয় বাসিন্দারা খবর দেন ময়ূরখীলস্থ জনৈক ফিরোজের আম বাগানে কে বা কারা অস্ত্র ফেলে গেছে। এ সময় খবর পেয়ে ঘটনার সত্যতা যাচাইয়ে পুলিশের একটি টহল টিমকে সেখানে পাঠানো হয়। ফিরোজের বাগানের ভেতর পাহাড়ের ঢালে পরিত্যক্ত অবস্থায় একটি এসএমজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
ওসি জাকির হোসেন বলেন, সুতি গেঞ্জির ছেড়া কাপড়ে মোড়ানো অবস্থায় আমরা ১টি দেশীয় তৈরি এসএমজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছি। উদ্ধারকৃত অস্ত্রগুলো বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে অস্ত্রাগার, পুলিশ লাইন্স, খাগড়াছড়ি পার্বত্য জেলায় প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন