ঢাকারোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

মোংলায় ডুবে যাওয়া বাল্কহেড থেকে চাল উত্তোলন শুরু

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০১ এপ্রিল ২০২৪ , ০৭:১৮ পিএম


loading/img
ছবি : আরটিভি

বাগেরহাটের মোংলা পশুর চ্যানেলে ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের জন্য আনা ডুবে যাওয়া সরকারি চাল উত্তোলন শুরু হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (১ এপ্রিল) সকাল থেকে থেকে ৫০ জন শ্রমিক ও ৭ জন ডুবুরি চাল উত্তোলনের কাজ শুরু করেন। 

তবে ডুবে যাওয়া বাল্কহেড জাহাজটি উদ্ধার করতে দুই থেকে তিন দিন সময় লাগবে বলে জানিয়েছেন মেসার্স আব্দুর রশিদ এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. আরাফাত।

বিজ্ঞাপন

তিনি জানান, ডুবে যাওয়া এমভি সাফিয়া নামের বাল্কহেডটির মাধ্যমে আমরা সরকারি এ চাল মোংলা খাদ্য গুদামে পৌঁছানোর দায়িত্বে ছিলাম। সকাল থেকে আমরা চাল উত্তোলনের কাজ শুরু করেছি। চাল উত্তোলনের পর ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধার করা হবে।

রোববার (৩১ মার্চ) দুপুরে মোংলা পশুর নদীর ত্রিমোহনায় এমভি শাহজাদা নামের লাইটার জাহাজের ধাক্কায় ১৭৫ টন (৬ হাজার বস্তা) চাল নিয়ে এমভি সাফিয়া নামের বাল্কহেডটি ডুবে যায়।এসময় বাল্কহেডটিতে থাকা নাবিকসহ ৫ কর্মীকে জীবিত উদ্ধার করা হয়।
 
খবর পেয়ে মোরেলগঞ্জ সন্ন্যাসী নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ঘষিয়াখালী এলাকা হতে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া লাইটারেজ জাহাজটি (এমভি শাহজাদা-৬) আটক করে। এর আগে রোববার সকালে খুলনা মহেশ্বরপাশা সরকারি খাদ্য গুদাম থেকে মোংলা খাদ্য গুদামের ৬ হাজার বস্তা (১৭৫ টন) চাল নিয়ে মোংলার উদ্দেশ্যে রওনা হয় এমভি সাফিয়া।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |