• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

মাঙ্কিপক্সের ঝুঁকি এড়াতে মোংলায় সতর্কতা

আরটিভি নিউজ

  ২০ আগস্ট ২০২৪, ১৩:১২
মাঙ্কিপক্সের ঝুঁকি এড়াতে মোংলায় সতর্কতা
ছবি : সংগৃহীত

বিশ্বের কয়েকটি দেশে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সের ঝুঁকি এড়াতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলায় সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার থেকে বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের জাহাজ থেকে নামার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান।

এ দিকে পোর্ট হেলথ কর্তৃপক্ষ ৬ সদস্যের মেডিকেল টিম গঠন করেছে বলে জানিয়েছেন মেডিকেল টিমের প্রধান মোংলা পোর্ট হেলথের উপপরিচালক ডা. শেখ মোহাম্মদ মোশাররফ হোসেন।

তিনি বলেন, বন্দর থেকে নির্দেশনা পাওয়ার পর আমরা কাজ শুরু করেছি। বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের মাধ্যমে এ রোগ যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য সতর্ক রয়েছি।

এ বিষয়ে রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান বলেন, মাঙ্কিপক্স ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বন্দরে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের জাহাজ থেকে নামার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একইসঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ‘পোর্ট হেলথ’কে চিঠি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মোংলা বন্দরে আসা জাহাজের নাবিকদের মাধ্যমে দেশের অভ্যন্তরে এ রোগ যাতে প্রবেশ করতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে বন্দরে জরুরি আইসোলেশন ব্যবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোংলায় প্রকাশ্যে নারীকে কুপিয়ে হত্যা
‘ইত্যাদি’ এবার সুন্দরবনের প্রবেশদ্বার মোংলায়
মোংলা হবে বিশ্বমানের আধুনিক সমুদ্রবন্দর: নৌপরিবহন উপদেষ্টা
কনটেইনার টার্মিনাল হলে চট্টগ্রামের ওপর চাপ কমবে: এম সাখাওয়াত