ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

আখাউড়ায় আচরণবিধি লঙ্ঘন, ২ প্রার্থীকে জরিমানা 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ১০:১৭ পিএম


loading/img
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় দুই প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ মে) রাত সাড়ে ৮টার দিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে পলিথিন মোড়ানো পোস্টার সাঁটানোর অপরাধে চেয়ারম্যান প্রার্থী মো. মুরাদ হোসেন ভূঁইয়া (আনারস) ও ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহাব উদ্দীন বেগ শাপলুকে (মাইক) ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

এসময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম। তিনি জানান, পলিথিন যুক্ত পোস্টার ব্যবহারে স্থানীয় নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তা জিরো টলারেন্স নীতিতে রয়েছে। যারা আইন-বিধি উপেক্ষা করে পরিবেশ বিধ্বংসী পলিথিন যুক্ত পোস্টার ব্যবহার করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |