চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় আবদুর রশিদ (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রোববার (১২ মে) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রশিদ চুয়াডাঙ্গা শহরের বুজরুকগড়গড়ি এলাকার মোজাম্মেল হকের ছেলে। তিনি একটি ওয়ার্কশপের শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে কেদারগঞ্জ বাজারে ওয়ার্কাশপে যাচ্ছিলেন আবদুর রশিদ। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে পেছনের চাকায় পিষ্ট হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, মরদেহের ময়নাতদন্তের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।