দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাঝে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১১টায় বিএসএফের-৬১ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী কমল ভগতের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল হিলি সীমান্তের শূন্যরেখায় এলে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে সীমান্তের আইসিপি গেটে বিজিবির পোস্টে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে দুই বাহিনীর মাঝে সম্পর্ক আরও জোরদার করা, মাদক, নারী ও শিশু পাচার, চোরাচালান সীমান্ত হত্যা বন্ধসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে ঘণ্টাব্যাপী বৈঠকটি চলে।