• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

শ্বশুর বাড়ির পুকুরে ডুবে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ১২ জুলাই ২০২৪, ১৫:৫৮
ফাইল ছবি

চট্টগ্রামের বোয়ালখালীতে শ্বশুরবাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মাসুদ রানা (৩২) নামে এক যুবক মারা গেছেন।

শুক্রবার (১২ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা মুন্সি চেয়ারম্যানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আগের দিন তিনি শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

মারা যাওয়া মাসুদ রানা উপজেলার খরণদ্বীপ রফিক কোম্পানি বাড়ির মৃত আবু বক্করের ছেলে।

জানা গেছে, পরিবার নিয়ে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় থাকতেন মাসুদ। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্বশুর বাড়িতে বেড়াতে যান তিনি। শুক্রবার ভোর ৫টার দিকে শ্বশুর বাড়ির পশ্চিম পাশের নুর বক্স সওদাগরের পুকুরে গোসল করতে যান। কিন্তু দীর্ঘক্ষণ পরও না আসায় তাকে ডাকতে মামা শ্বশুর কবির আহাম্মদ পুকুর ঘাটে গেলে তার জামা-কাপড় দেখতে পায়। সঙ্গে সঙ্গে পুকুরে নেমে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাসুদ রানা সাঁতার জানতেন না।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কান্তা অধিকারী জানান, সকাল ৬টার দিকে মাসুদ রানা নামে এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তিনি হাসপাতালে আনার আগেই মারা গেছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন অফিসে তথ্য নিতে এসে রোহিঙ্গা নাগরিক আটক
বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর 
বেপরোয়া ট্রাক কেড়ে নিলো শিক্ষার্থীর প্রাণ
চার খাটিয়া রাখা উঠানে, লাশের অপেক্ষায় স্বজনরা