• ঢাকা মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১
logo

মৃত্যুর ২৬ দিন পর মরদেহ উত্তোলন

আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২৪, ১০:১৪
মৃত্যুর ২৬ দিন পর মরদেহ উত্তোলন
ছবি : সংগৃহীত

খুলনার দৌলতপুরে মৃত্যুর ২৬ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে হুমায়ুন কবির নামে এক ব্যক্তির মরদেহ উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) দেয়ানা উত্তরপাড়ার পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।

পরে তা ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মণ্ডল।

নিহত হুমায়ুনের বড় মেয়ে মরিয়ম জানান, ময়নাতদন্তের জন্য তার বাবার মরদেহ মঙ্গলবার কবরস্থান থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের কাজ শেষ হলে বুধবার অথবা বৃহস্পতিবার তাকে আবার কবরস্থ করা হবে।

এ বিষয়ে ওসি প্রবীর কুমার বিশ্বাস বলেন, নিহতের ছোট কন্যা বাবা হত্যার দায় স্বীকার করায় আদালতের নির্দেশে তাকে বাগেরহাটের কিশোর সংশোধনাগারে রাখা হয়েছে।

ওসি প্রবীর কুমার আরও বলেন, সুমাইয়া ১২ জুলাই দৌলতপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করে। একই সঙ্গে বাবার মৃত্যুর জন্য নিজেই দায়ী বলে জানান। তিনি পুলিশকে জানান, নিজের হাতে সে তার বাবাকে হত্যা করেছে। রাতের খাবারের সঙ্গে ঘুমের ট্যাবলেট দিয়ে এবং পরে বালিশচাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করেছে সে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেনের যাত্রা শুরু
খুলনাকে হারিয়ে ফাইনালে ঢাকা মেট্রো, প্রতিপক্ষ রংপুর 
ঢাকা-খুলনা-বেনাপোল রুটে ট্রেনের ভাড়া ও সময়সূচি
চট্টগ্রামকে কাঁদিয়ে সেমিফাইনালে খুলনা