ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

তাপসী হিজড়ার কবজি কেটে দিলো প্রেমিক!

আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ , ১১:১৭ এএম


loading/img
সংগৃহীত

প্রেমিক সাদ্দাম হোসেনের সঙ্গে অলি হাসান সাগর ওরফে তাপসী হিজড়ার মধ্যে বিয়ে নিয়ে কথা হচ্ছে। এর মধ্যেই তাপসী হিজড়ার কবজি কেটে দেয় সাদ্দাম।

বিজ্ঞাপন

এ ঘটনা ঘটে নেত্রকোণার কলমাকান্দার পোগলা ইউনিয়নের গুতুরা বাজারে মমতা হিজড়া ওরফে মতি মিয়ার বাসায়।

প্রেমিক সাদ্দাম হোসেনের বাড়ি মদন উপজেলার চানগাঁও মোড়লপাড়া গ্রামে। ভুক্তভোগী অলি হাসান সাগর ওরফে তাপসী হিজড়ার বাড়িও একই এলাকায়। 

বিজ্ঞাপন

হাতের কবজি কাটার ঘটনায় গত ২১ আগস্ট তাপসী হিজড়া বাদী হয়ে ‘স্বামী’ সাদ্দাম হোসেনকে আসামি করে থানায় মামলা করেন। পরে মদন থানা এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, সাদ্দাম হোসেন ও তাপসী হিজড়া আদালতে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর তারা দুজন বেড়ানোর জন্য কলমাকান্দার পোগলা ইউনিয়নের গুতুরা বাজারে মমতা হিজড়া ওরফে মতি মিয়ার বাসায় যান। গত ১৪ আগস্ট মতি মিয়ার বাসায় অবস্থানকালে বিবাহ বিষয়াদি নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সাদ্দাম হোসেন চায়নিজ কুড়াল দিয়ে তাপসী হিজড়াকে কোপ দেন। এতে তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

বিজ্ঞাপন

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |