• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

কিশোরগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ২৭ অক্টোবর ২০২৪, ০৭:০৫
কিশোরগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের করিমগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে করা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা আবু সাদা‍ৎ মো. সায়েমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহাব উদ্দিন।

কিশোরগঞ্জ মডেল থানায় দায়েরকৃত দুটি মামলায় জাফরাবাদ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তার সায়েম করিমগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হন।

এ বিষয়ে করিমগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন, ‘আসামি সায়েমের বিরুদ্ধে মামলা হলে পালিয়ে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করি। মামলার অন্যান্য আসামি গ্রেপ্তারের জন্য আমাদের এ অভিযান চলমান রয়েছে।’

এর আগে যুবলীগ নেতা আবু সাদা‍ৎ মো. সায়েমের বিরুদ্ধে ইউপি সদস্যরা একাধিকবার প্রকল্পের টাকা আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ করেন। কিন্তু অদৃশ্য ইশারায় ও দলীয় প্রভাব কাটিয়ে প্রশাসনকে ম্যানেজ করে পার পেয়ে যান। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী দোসর আমলাদের কাছে জিম্মি: আবু হানিফ
রাজবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার
কাপ্তাইয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
যুবলীগ নেতার পিটুনিতে তাঁতী দল নেতা হাসপাতালে