• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

ভারতে পালানোর সময় যুবলীগ নেতা গ্রেপ্তার 

আরটিভি নিউজ

  ০৬ নভেম্বর ২০২৪, ১৮:১৫
ছবি : সংগৃহীত

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় ভোলার বোরহান উদ্দিন পৌরসভার ৭ ওয়ার্ডের কাউন্সিলর এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. তাজউদ্দীনকে (৫৩) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তাজউদ্দিন ভোলার বোরহান উদ্দিন সদর থানা ও ৭ নম্বর বোরহান উদ্দিন পৌরসভা এলাকার আব্দুল গনির ছেলে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক মজুমদার জানান, সকালে তাজউদ্দীন বেনাপোল ইমিগ্রেশনে এসে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে জানান বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি তিনি। পরে যাচাই করে দেখা যায়, তার নামে ভোলা সদর থানায় একটি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ইমিগ্রেশন পুলিশ তাজউদ্দীন নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে পোর্ট থানায় হস্তান্তর করেছে। তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হবে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার
চাঁদপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার 
চাঁদপুরে আলোচিত বালুখেকো মতিন গ্রেপ্তার