• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ধানখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ নভেম্বর ২০২৪, ১১:০৭

দিনাজপুরের হিলির বাওনা গ্রামের ধানখেত থেকে আরাফাত ইসলাম (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। রোববার (১০ নভেম্বর) সকালে হাকিমপুর-পাঁচবিবি সীমান্তের বাঁশমুড়ি ও মোলান এলাকার মাঝামাঝি স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবক হাকিমপুর উপজেলার বাওনা গ্রামের মিনহাজ ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা।

স্থানীয়রা বলেন, আরাফাত লেখাপড়ার পাশাপাশি অটো চালাতো। তাদের পরিবার তেমন স্বচ্ছল ছিল না। পরিবারের খরচ জোগানোর জন্য বাবার পাশপাশি অটোরিকশা চালিয়ে আয় করতেন তিনি। এক বছর আগেও তাকে অপহরণ করা হয়েছিল। সেই সময়ও ছিনতাইকারীরা অটোরিকশা ছিনতাই করে তাকে কিছুদিন পরে ছেড়ে দেয়।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা বলেন, সকালে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। যেহেতু নিহত যুবককে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মধ্যে হত্যা করেছে দুর্বৃত্তরা। সেই জন্য পাঁচবিবি থানার পুলিশ মরদেহ উদ্ধার করেছে। লাশটি ধানখেতে রশি দিয়ে হাত বাঁধানো অবস্থায় পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে রাতে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্ত শেষে হত্যার বিষয়ে সঠিকভাবে জানা যাবে।

আরটিভি/এফআই/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জঙ্গলে পোড়ানো নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
মোটরসাইকেল-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২  
ঢাবি ক্যাম্পাসে গাছে ঝুলতে থাকা লাশের পরিচয় মিলেছে
সেই অটোচালকের সঙ্গে দেখা করলেন সাইফ