• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

লেবু বাগানে মিলল শিশুর মরদেহ

আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২৪, ০৯:৩৮
ছবি : সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিনে একটি লেবু বাগান থেকে ইসরাক হোসেন (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে ভোলার বোরহানউদ্দিনের কুতুবা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি সংলগ্ন লেবু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশু ইসরাক ওই একই গ্রামের শেখ ফরিদের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে বন্ধুদের সঙ্গে খেলতে বের হন শিশু ইসরাক। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই শিশু বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা তাকে খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে তাকে কোথাও না পাওয়ার পর একপর্যায়ে বাড়ির পাশে লেবু বাগানে তার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ এসে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। পরবর্তীতে জানা যাবে এটি হত্যাকাণ্ড কিনা। তবে শিশু ইসরাকের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি। আমাদের তদন্ত চলমান রয়েছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
শরীয়তপুরে খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার
দোয়ারাবাজারে নিখোঁজের দুদিন পর শিশুর মরদেহ উদ্ধার
মিরপুরে শিশুর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা করার আহ্বান