• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

পারিবারিক কলহে বাবার হাতে মেয়ে খুন 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩
ছবি : আরটিভি

মাদারীপুরে শিবচরে পারিবারিক কলহের জেরে বাবার হাতে এক কলেজপড়ুয়া মেয়ে খুন হওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (৮ ডিসেম্বর) সকাল ৮টার সময় উপজেলার যাদুয়ারচর এলাকার গোমস্তাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আইরিন আক্তার মুক্তি (১৭) গোমস্তাকান্দি গ্রামের ফরহাদ গোমস্তার মেয়ে। তিনি শিবচরের বহরমগঞ্জ কলেজের ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর গ্রামের ফরহাদ গোমস্তা ও তার স্ত্রী নাজমা বেগমের সঙ্গে তাদের কলেজপড়ুয়া মেয়ে আইরিন আক্তার মুক্তিকে নিয়ে স্বামী-স্ত্রী দুজনের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফরহাদ গোমস্তা তার পাশে থাকা মেয়ের মাথায় জোরে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত কলেজছাত্রীর মা নাজমা বেগম বলেন, আমার মেয়ে হত্যার সঠিক বিচার চাই। আমার মেয়ে সম্পূর্ণ নির্দোষ।

এ বিষয়ে শিবচর থানার ওসি মুক্তার হোসেন বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বিএনপি নেতা ঠান্ডু চৌধুরী আর নেই
শিবচর প্রেস ক্লাবের কমিটি গঠন
শিবচরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু