ফ্যাসিবাদী ষড়যন্ত্র বিতারিত হয় নাই, ফরিদগঞ্জে বিএনপি নেতারা
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান বলেছেন, ফ্যাসিবাদী সরকার দেশ থেকে বিতারিত হয়েছে কিন্ত তাদের ষড়যন্ত্র বিতারিত হয় নাই, এখনও ভারতে বসে তারা ষড়যন্ত্র করছে, তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজে বিনির্মাণে ফরিদগঞ্জ রূপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত জনসভায় অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া।
তিনি বলেন, আগামী নির্বাচন কঠিনতর নির্বাচন হবে। তাই আপনারা বিএনপির ৩১ দফা নিয়ে প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে গিয়ে বিএনপি তথা ধানের শীষের কথা বলুন। তাদের সুখ দুঃখের কথা জানুন। বিগত ১৭ বছর জনগণ ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেনি। এখন তারা মুখিয়ে রয়েছে ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে জাতীয় সংসদে পাঠাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোজাম্মেল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা মহিলা দলের সভাপতি রেবেকা সুলতানা প্রমুখ।
আরটিভি/কেএইচ
মন্তব্য করুন