• ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
logo

আমদানি স্বাভাবিক, নতুন চাল বাজারে এলেও কমছে না দাম

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫:০৩
আমদানি স্বাভাবিক, নতুন চাল বাজারে এলেও কমছে না দাম
ছবি : আরটিভি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি অব্যাহত রয়েছে। এই ভরা মৌসুমে চাল আমদানি হলেও খুচরা বাজারে কমছে না চালের দাম। প্রকারভেদে কেজি প্রতি ২ থেকে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে। ডলারের মূল্য বেশি এবং দেশি ধানের দাম বেশি হওয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা। দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষগুলো।

ধান উৎপাদনের জন্য বিখ্যাত দিনাজপুর জেলা। চলতি বছরে এই জেলাতে দুই লাখ ৬০ হাজার ৮২০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। জেলাতে প্রায় আমন ধান কাটা-মাড়াই শেষের দিকে। চালের দাম স্বাভাবিক রাখতে সরকার ভারত থেকে শুল্ক মুক্ত ভাবে চাল আমদানি করছেন।

হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ চাল আমদানি হচ্ছে, তবুও কমছে না চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে ২ থেকে ৫ টাকা। বর্তমানে আঠাস জাতের চাল কেজি প্রতি ৩ টাকা বেড়ে ৬৫ টাকা, স্বম্পা কাটারী কেজি প্রতি ২ টাকা বেড়ে ৭২ টাকা, রত্না আতব কেজি প্রতি ২ টাকা বেড়ে ৬০ টাকা, স্বর্না ২ টাকা বেড়ে ৫৪ টাকায়, জিরাশাইল জাতের চাল কেজি প্রতি ৫ টাকা বেড়ে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

চাল কিনতে আসা কয়েকজন ক্রেতা বলেন, ভরা মৌসুমেও কম দামে চাল না কিনতে পেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ। সীমান্ত অঞ্চলে শক্তিশালী সিন্ডিকেট গড়ে ওঠায় চালের মূল্য কমছে না বলে মনে করছেন সাধারণ ক্রেতারা। বিশেষ করে চালের বাজার নিয়ন্ত্রণে নজরদারির ব্যবস্থা না থাকায় মূল্য কমছে না বলেও মত তাদের।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারতে চালের দাম বেশি, এ কারণে আমদানিকৃত চাল কম দামে বাজারে বিক্রি করা সম্ভব হচ্ছে না। তবে চালের দাম কমাতে ভারতে প্রচুর পরিমাণ এলসি করা হয়েছে। এলসিকৃত চাল বাজারে আসলে দাম কমতে পারে বলে জানান তিনি।

হিলি কাস্টমস কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, শুল্কমুক্তভাবে হিলি স্থলবন্দরে ৪১০ ডলারে চাল আমদানি হচ্ছে। চলতি বছরের ১২ নভেম্বর থেকে চাল আমদানি শুরু হয়েছে এই বন্দর দিয়ে। চাল একটি নিত্যপণ্য এবং দেশের বাজারে চাহিদা রয়েছে, সেহেতু আমরা কাস্টমসের সব কার্যক্রম দ্রুত সম্পন্ন করে ব্যবসায়ীদের সহযোগীতা করছি।

তিনি আরও বলেন, নভেম্বর ও ডিসেম্বরের ২৯ তারিখ পর্যন্ত প্রায় ৪৭ হাজার টন চাল আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে। বর্তমানে চাল আমদানির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে ১৫ জানুয়ারি পর্যন্ত।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত থেকে অপ্রয়োজনীয় পণ্য আমদানি নিষিদ্ধে আইনি নোটিশ
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
বড়দিন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
কমার পর আজকে স্বর্ণের দাম (২৪ ডিসেম্বর)