ঘিওরে ক্যানসার আক্রান্ত গৃহকর্ত্রীকে গলাকেটে হত্যা
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের দুই সন্তানের জননী লায়লা আরজু নামের ৬২ বছরের এক গৃহকর্ত্রীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহতের স্বামী সেকেন্দার আলী জানান, ক্যানসার আক্রান্ত স্ত্রীকে বাসায় রেখে তিনি সকাল ৭টার দিকে কাঁচাবাজার করতে বের হন। সকাল পৌনে ৮টার দিকে বাসায় এসে স্ত্রীর রক্তাক্ত মরদেহ খাটের মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার ধারণা, কে বা কারা বাসায় প্রবেশ করে তার স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে।
খবর পেয়ে ঘিওর থানার পুলিশসহ ডিবি কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা করছেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘সকাল পৌনে ৮টার দিকে এক বা একাধিক দুর্বৃত্ত সেকেন্দার আলীর স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
আরটিভি/এমকে/এআর
মন্তব্য করুন