পরিবারকে না জানিয়ে প্রাইভেটকার নিয়ে রাস্তায় কিশোর, এরপর যা ঘটল

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ 

বুধবার, ১১ জুন ২০২৫ , ১১:১৪ পিএম


পরিবারকে না জানিয়ে প্রাইভেটকার নিয়ে রাস্তায় কিশোর, এরপর যা ঘটল
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের হালিশহর বড়পোল মোড় এলাকায় বেপরোয়া গতিতে চালানো একটি প্রাইভেটকারের ধাক্কায় সাইকেল আরোহী এক ছাত্র নিহত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে আড়ংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। চালক তানিম (১৯) নবম শ্রেণিতে পড়ে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, গাড়িটি অতিরিক্ত গতিতে এসে রাস্তা পার হচ্ছিল এমন এক কিশোর সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। ছেলেটি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহতের আনুমানিক বয়স ১৪ বছর। স্থানীয় কয়েকজন জানান, নিহত কিশোরটি স্কুল থেকে ফিরছিল। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, সে পরিবারের কাউকে কিছু না জানিয়ে গাড়ি নিয়ে বাইরে বের হয়। এরপর হালিশহর এলাকায় এসে এই দুর্ঘটনা ঘটায়।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা গাড়িটি আটক করে এবং চালককে ধরে পুলিশে সোপর্দ করে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডাবলমুরিং থানা–সংশ্লিষ্ট একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পুলিশ জানিয়েছে, চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, চালক অপ্রাপ্তবয়স্ক এবং লাইসেন্সবিহীন ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, নিহতের পরিচয় নিশ্চিত হলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission