• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

রাজবাড়ীতে বিদেশি অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২৫, ০৮:৩৬
ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান এবং চার রাউন্ড তাজা গুলিসহ আরিয়ান হাফিজ (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শনিবার (১৮ জানুয়ারি) ভোরে সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন দয়ালনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরিয়ান হাফিজ সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগরের দয়ালনগর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

জানা গেছে, রাজবাড়ী অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে সদর থানার সূর্যনগর এলাকায় আরিয়ান হাফিজ নামের একজন ব্যক্তির কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। পরে শনিবার ভোর রাতে সেনা ক্যাম্পের মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে অভিযান চালিয়ে আরিয়ান হাফজকে আটক করা হয়। এসময় তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের তার ভাই মো. আনিছুর রহমান হৃদয়ের শয়নকক্ষ থেকে একটি বিদেশি পিস্তল (চাইনিজ), একটি ওয়ান শ্যুটার গান ৪ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, রাজবাড়ী অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা বিদেশি অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করেছে। পরে আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালত সোপর্দ করা হয়েছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে প্রতিবাদ সমাবেশ থেকে ফেরার পথে যুবদল কর্মী গুলিবিদ্ধ
সাইফের ওপর হামলাকারী যুবক গ্রেপ্তার
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
৯ বছর পর দেশে ফিরে স্ত্রীকে পেলেন ঝুলন্ত অবস্থায়