ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সিরাজগঞ্জে ৮ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ , ০২:২০ পিএম


loading/img
ছবি : আরটিভি

সিরাজগঞ্জ সদর উপজেলায় আট কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার সন্ধ্যার দিকে উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জানুয়ারি) সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার সুখদেব গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ইউসুফ আলী (৫২) ও তার স্ত্রী হাওয়ানুর বেগম (৪২)।

বিজ্ঞাপন

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সয়দাবাদের কড্ডার মোড়ে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ইউসুফ ও তার স্ত্রীকে ৮ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |