ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কাউখালীতে হিজড়া শিলা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:৫১ এএম


loading/img
ছবি: আরটিভি

রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়াতে আলোচিত হিজড়া শিলা (৩২) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) কাউখালী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন পুতুল আক্তার (৩২), শারমিন আক্তার প্রকাশ রানা (৩০),  মো. শুক্কুর মাসুদ (২৫) ও মো. আরিফুল ইসলাম হৃদয় (১৮)।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ আসামি গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেছেন।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি কাউখালী উপজেলার বেতবুনিয়াতে হিজড়া শিলাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এর চারদিনের ব্যবধানে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |