লাউয়াছড়া জাতীয় উদ্যান: বনের বন্যপ্রাণী প্রাণ হারাচ্ছে সড়কে!

চৌধুরী ভাস্কর হোম

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ০১:১১ এএম


লাউয়াছড়া জাতীয় উদ্যান: বনের বন্যপ্রাণী প্রাণ হারাচ্ছে সড়কে
লাউয়াছড়া জাতীয় উদ্যান। ছবি: সংগৃহীত

রাস্তা পারাপারের সময় প্রায় প্রতিদিনই মরছে কোনো না কোনো বন্যপ্রাণী। এদের বেশিরভাগই আবার নিশাচর। প্রতিটি প্রাণীই নির্মমভাবে প্রাণ হারাচ্ছে দ্রুতগামী গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে। একইভাবে মৃত্যু হচ্ছে রেললাইনেও। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গলের মৌলভীবাজার সড়কে গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে লাউয়াছড়া বনের বন বিড়াল ও গন্ধগোকুল সহ ৩টি বন্যপ্রাণী। তবে এই মৃত্যুহার সবচেয়ে বেশি সংঘঠিত হচ্ছে লাউয়াছড়া উদ্যানের ভেতর দিয়ে যাওয়া সড়কে।

 

বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব স্বপন জানান, মঙ্গলবার শ্রীমঙ্গলে থেকে মৌলভীবাজার যাওয়ার পথে কালাপুর নামক এলাকার পৃথক পৃথক স্থানে দুটি গন্ধগোকুল ও একটি বন বিড়াল গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে। খবর পেয়ে প্রাণীগুলোর মৃতদেহ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য ১৯৯৬ সালে ১২৫০ হেক্টরের লাউয়াছড়াকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। এ উদ্যানে রয়েছে বিশ্বব্যাপী বিরল এবং বিপন্ন অনেক বৃক্ষ, উদ্ভিদ এবং প্রাণির বসবাস। প্রাণ বৈচিত্র্যে সমৃদ্ধ এই বনের ভেতর দিয়ে চলে গেছে ৬.৫ কিলোমিটার উপজেলা সংযোগ সড়ক। এছাড়া রেলপথ রয়েছে প্রায় ৮ কিলোমিটার। এছাড়াও শীত এবং খাদ্য সংকটে আঞ্চলিক সড়ক ও রেলপথে প্রতিদিন প্রাণ হারাচ্ছে একাধিক প্রাণী। মৃত্যুর এই মিছিল ঠেকাতে দীর্ঘদিন ধরে প্রাণিপ্রেমীরা আন্দোলন করে আসলেও কাজের কাজ কিছুই হয়নি। 

বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব বলেন, শুধু সড়কে নয় প্রাণীদের মৃতদেহ অনেক সময় বনের ভেতরে পড়ে থাকতে দেখা যায়। আমার ধারণা রাস্তায় গাড়িতে আঘাতপ্রাপ্ত হয়ে তারা বনের ভেতর গিয়ে মারা যায়। শুধু সড়ক ও রেলপথে নয়, বন্যপ্রাণী মারা যাচ্ছে বৈদ্যুতিক খোলা লাইনেও। লাউয়াছড়ার ভেতরে দিয়ে টানা বিদ্যুৎ লাইনে বিরল প্রজাতির বাদুর ও বানর মারা যায়। এভাবে প্রতিদিন অন্তত ৩-৪টি প্রাণী মারা যাচ্ছে।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission