ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

স্বামীর মরদেহ নিয়ে দুই স্ত্রীর টানাটানি, অতঃপর...

আরটিভি নিউজ

সোমবার, ০২ জুন ২০২৫ , ০৩:০১ এএম


loading/img
ছবি: সংগৃহীত

নানা নাটকীয়তায় দেবীগঞ্জে আব্দুর রহমান নামে সত্তরোর্ধ্ব এক ব্যক্তির মৃত্যুর পর মরদেহ নিয়ে দুই স্ত্রীর টানাটানিতে ৭২ ঘণ্টা পর রোববার দাফন করা হয়েছে। আব্দুর রহমানের মৃত্যুর পর প্রথম স্ত্রী ও তার সন্তানদের অভিযোগের প্রেক্ষিতে তার স্বজনরা মরদেহ দাফন করতে পারেননি। মৃত্যুর কারণ নিয়ে দুই স্ত্রীর মধ্যে মতবিরোধ দেখা দেওয়ায় বিষয়টি পুলিশ পর্যন্ত গড়ায়।

বিজ্ঞাপন

বর্তমানে লাশ পঞ্চগড়ের দেবীগঞ্জ থানা হেফাজতে রয়েছে। ওসি সোহেল রানা জানান, শুক্রবার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে আব্দুর রহমানের মৃত্যু হয়। কিন্তু প্রথম স্ত্রী রহিমা খাতুন স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়নি দাবি করে শনিবার চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

জানা গেছে, সম্প্রতি আব্দুর রহমানের মালিকাধীন জমি রেজিস্ট্রি করতে দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানরা নানাভাবে চাপ প্রয়োগ করতে থাকে। শুক্রবার দ্বিতীয় স্ত্রীর ছেলে আবু নাসিম মোবাইলে প্রথম স্ত্রীর ছেলে বেলাল হোসেনকে আব্দুর রহমানের মৃত্যুর খবর জানান। পরে প্রথম স্ত্রী রহিমা খাতুন ও সন্তানরা আব্দুর রহমানের লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে তার মৃত্যুকে অস্বাভাবিক বলে দাবি করে। তবে দ্বিতীয় স্ত্রীর দাবি বাথরুমে পড়ে গিয়ে আহত হয়েছেন ওই বৃদ্ধ। দু’পক্ষের টানাটানিতে কেটে যায় ৭২ ঘণ্টা। 
পরে রোববার ইউএনওর সহায়তায় ময়নাতদন্ত শেষে তার লাশ দাফন করেন। 

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |