কিশোরগঞ্জে একসঙ্গে কোরআনের সবক নিলো ২৫০ স্কুল শিক্ষার্থী

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৯ মার্চ ২০২৫ , ০৬:৫৯ এএম


কিশোরগঞ্জে একসঙ্গে কুরআনের সবক নিলো ২৫০ স্কুল শিক্ষার্থী
ছবি: আরটিভি

কিশোরগঞ্জে একসঙ্গে ২৫০ স্কুল শিক্ষার্থীকে পবিত্র কোরআনের সবক প্রদান করা হয়েছে। শনিবার (৮ মার্চ) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দারুল আরকাম ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আফটার স্কুল মাকতাব বাংলাদেশের শিক্ষার্থীরা এ সবক গ্রহণ করেন।

বিজ্ঞাপন

জানা গেছে, দারুল আরকাম ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের জন্য আধুনিক মক্তবের মাধ্যমে কোরআন ও ইসলামিক শিক্ষা প্রসারে কাজ করে আসছে। শুধুমাত্র স্কুলের সাধারণ পড়াশোনা নয়, পাশাপাশি ধর্মীয় শিক্ষায়ও শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে তারা নিয়মিত পাঠদান পরিচালনা করছেন। ইতোমধ্যে এখানকার অনেক শিক্ষার্থী স্কুল শিক্ষার পাশাপাশি পবিত্র কোরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে।

এ বিষয়ে অভিভাবক শাহ মুহাম্মদ মুশাহিদ বলেন, আমরা যারা সন্তানদের স্কুলে পড়াচ্ছি, তারা সবসময় চাই সন্তান যেন আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাতেও সমান দক্ষ হয়। দারুল আরকাম ইনস্টিটিউট যে মডেলে কাজ করছে, তা আমাদের সন্তানের জন্য খুবই উপকারী।

বিজ্ঞাপন

Pic-_(3)

আরেক অভিভাবক রুনা আক্তার জানান, এই স্কুলে পড়ার ফাঁকে ফাঁকে এমনভাবে কোরআনের শিক্ষা দেওয়া হয় যে সন্তানরা কখনও অতিরিক্ত চাপ অনুভব করে না, বরং আগ্রহ নিয়ে শিখতে পারে।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের সবক প্রদানের পাশাপাশি বিশেষ সম্মাননা দেওয়া হয়। সেইসঙ্গে ছিল বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল।

বিজ্ঞাপন

দারুল আরকাম ইনস্টিটিউটের পরিচালক মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, আমরা আগামী প্রজন্মকে নৈতিকতা ও ধর্মীয় শিক্ষায় গড়ে তোলার পাশাপাশি ইসলামের সুমহান আদর্শে আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। এ ধরনের আয়োজন আমাদের সে পথেই এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস করি। দিনব্যাপী এ আয়োজনে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা শিক্ষামূলক প্রদর্শনী, তেলাওয়াত ও ইসলামী সঙ্গীত।

Pic-_(2)

দারুল আরকামের এ কার্যক্রম আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ আগামী প্রজন্ম গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা অভিভাবক ও সংশ্লিষ্টদের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসাতুল হুদা ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল রাযযাক নদভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম সতাল ও ফাতেমাতুজ জাহরা (রা.) কওমি মহিলা মাদরাসা কিশোরগঞ্জের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ উল্লাহ জামী।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission