৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত

আরটিভি নিউজ

রোববার, ১৬ মার্চ ২০২৫ , ০৪:০১ এএম


৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত
ছবি: সংগৃহীত

বরিশাল নগরীতে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত সুজন (২৪) স্থানীয় বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে মারা গেছেন। 

বিজ্ঞাপন

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় নগরীর ধান গবেষণা রোডে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে রাত ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান।

বিজ্ঞাপন

নিহত সুজন নগরীর ২৪ নম্বর ওয়ার্ড ধান গবেষণা জিয়ানগর এলাকার মো. মনিরের ছেলে।

যদিও নিহত যুবকের স্বজনরা দাবি করেন, পূর্বশত্রুতার জেরে সুজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। 

এ দিকে এ ঘটনায় শিশুটির মা শনিবার সন্ধ্যায় থানায় একটি অভিযোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার দুপুর দেড়টার দিকে শিশুটিকে একটি রান্নার পাত্র ফেরত দিতে প্রতিবেশী সুজনের বাড়িতে পাঠায় তার মা। তখন ঘরে সুজন একা অবস্থান করছিলেন। এ সময় শিশুকে ধর্ষণচেষ্টা চালান তিনি। তখন শিশুটি চিৎকার দিলে অভিযুক্ত পালিয়ে যান।

স্থানীয়রা জানান, শনিবার ভুক্তভোগীর মা কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দেন। অভিযোগের পর পুলিশ ওই এলাকায় তদন্তে যায়। এ খবরে স্থানীয়রা সুজনকে পুলিশে দিতে আটক করে। এ সময় তাকে গণপিটুনি দিলে সুজন মারা যান।

ঘটনাস্থল পরিদর্শন করে কোতয়ালী থানার এসআই মানিক সাহা বলেন, মরদেহ শেবাচিম হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ভুক্তভোগী শিশুর মায়ের করা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করার প্রক্রিয়া চলছে। অপরদিকে গণপিটুনিতে নিহতের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission