ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ধামরাইয়ে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যাচেষ্টা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৯ মার্চ ২০২৫ , ০২:৩২ এএম


loading/img
ছবি: আরটিভি

ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় চাঁদাবাজিতে বাধা দেওয়ায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে মারধর করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ঠিকাদার মামুন মোল্লা এবং মনির হোসেন মোল্লার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন ভুক্তভোগী পর্বত আলী।

অভিযোগ ও ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ধরেই মামুন মোল্লা ও মনির মোল্লা দুই ভাই পর্বত আলীকে সুনজরে দেখেন না। এলাকায় বহিরাগত একজন বাড়ি করতে আসলে জোরপূর্বক ওই বাড়ি করার কন্ট্রাক্ট নিতে চায় মনির মোল্লা। 

বিজ্ঞাপন

এতে পর্বত আলী বলেন, মনির সে আমাদের সমিতির লোক তাকে কোন চাপ দিও না। সে যাকে খুশি কন্ট্রাক্ট দিক। এ ঘটনাতেই ক্ষিপ্ত হয়ে পর্বত আলীকে মারধর করে মনির মোল্লা ও মামুন মোল্লা।

ভুক্তভোগী পর্বত আলী বলেন, বাড়ির কাজের কন্ট্রাক্টকে কেন্দ্র করে চাঁদা দাবি করেন মামুন মোল্লা এছাড়াও পূর্ব শত্রুতার জের ধরে আমাকে ফোর্ডনগরের মো. শাজাহানের বাড়ির সামনে একা পেয়ে মামুন মোল্লা গালিগালাজ করে এবং অতর্কিত আক্রমণ করে। আমার চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে এবং আক্রমণকারীরা পালিয়ে যেতে বাধ্য হয়। পরে আমাকে আহত অবস্থায় উদ্ধার করে সাভার সরকারি হাসপাতালে ভর্তি করে আমার পরিবার।

প্রত্যক্ষদর্শী  ইসরাফিল হোসেন জানান, পর্বত আলীর সাথে মামুন মোল্লা ব্যাপক গালিগালাজ করেন এবং এক পর্যায়ে মামুন মোল্লা ও তার ছোট ভাই অতর্কিত হামলা করে পিটিয়ে আহত করে। স্থানীয়রা এগিয়ে এলে তারা পর্বত আলীকে ফেলে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৫ মার্চ হামলার বিষয়ে একটি অভিযোগ দায়ের হয়েছে। আমরা একজন বয়স্ক ব্যক্তিকে মারধরের খবর পেয়েছি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |