ঢাকাশুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

লিবিয়ায় দালালচক্রের নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২১ মার্চ ২০২৫ , ১২:২৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

স্বপ্নের দেশ ইতালি যাওয়ার জন্য দালালের খপ্পরে পড়ে লিবিয়ার বন্দিশালায় নির্যাতনের শিকার হয়ে মাদারীপুরের শিবচরের সজিব সরদার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে পরিবারের সঙ্গে শেষ কথা হয় তার। বৃহস্পতিবার মৃত্যুর খবর বাড়িতে পৌছালে শোকের ছায়া নেমে আসে।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম।

নিহত সজিব উপজেলার নিলখী ইউনিয়নের বাগমারা গ্রামের চান মিয়া সরদারের ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, গত প্রায় ৪ মাস আগে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এলাকার দালাল বোরহান বেপারীর মাধ্যমে ১৫ লাখ টাকা চুক্তিতে ইতালি যাওয়ার কথা হয় উপজেলার নিলখী ইউনিয়নের বাগমারা গ্রামের চাঁনমিয়া সরদারের ছেলে সজিবের। তবে দালাল বোরহান সজিবকে সরাসরি ইতালি না নিয়ে লিবিয়া নেয়। একই সঙ্গে তার চাচাতো ভাই রাকিবও ঘর ছাড়ে ইতালির উদ্দেশ্যে। লিবিয়া থেকে সরাসরি ইতালি নেওয়ার জন্য গেম দেওয়ার কথা বলে সজিব ও রাকিবকে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয় দালালচক্র। দুদফা বিক্রি করে সজিবকে। বন্দি হয় মাফিয়াদের হাতে। মারধর করে দফায় দফায় ৪৬ লাখ টাকা আদায় করে দালাল চক্র। এরপর থেকেই চলে নির্যাতন। নির্যাতনের ভিডিও বাড়িতে পাঠিয়ে আদায় করা হয় মোটা অংকের টাকা। লিবিয়ার বন্দিশালায় পালাক্রমে নির্যাতনের শিকার হতে থাকেন সজিব ও রাকিব। এক পর্যায়ে সজিব গুরুতর অসুস্থ হয়ে পড়লে লিবিয়াতে থাকা আরেক দালালের তত্ত্বাবধানে ছেড়ে দেওয়া হয়। বুধবার সজিবের অবস্থা খারাপ দেখে মাফিয়ারা রাস্তায় ফেলে যায়। পরে খোঁজ নিয়ে লিবিয়ায় থাকা পরিচিত কয়েকজন সজিবকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে। পরে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

নিহত সজিবের বাবা চান মিয়া সরদার বলেন, আমার ছেলেকে দালাল বোরহান ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া নিয়ে যায়। সেখানে বিক্রি করে দেয়। চার মাস আটকে রেখে মারধর করে। শিকল দিয়ে বেঁধে রাখে। মারতে মারতে আমার ছেলেটা গতকাল মরে গেছে।

নিহত সজীবের বোন শামীমা আক্তার বলেন, দফায় দফায় ৪৬ লাখ টাকা দিয়েও ভাইকে বাঁচাতে পারলাম না। জমিজমা বিক্রি করে দিছি ওর জন্য। সরকারের কাছে আমার ভাইয়ের মরদেহ যেন বাড়ি আসে এই দাবি জানাই। আর দালাল বোরহানের ফাঁসি চাই।

বিজ্ঞাপন

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম বলেন, বিষয়টি মর্মান্তিক। আমি খোঁজখবর নিচ্ছি। মরদেহ আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |