কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মো. আবু ছায়েম রাসেল (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২২ মার্চ) ভোর রাতে সদর থানাধীন বৌলাই, জালালাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আবু ছায়েম রাসেল কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুন্ধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ভাটিগাংটিয়া এলাকার মৃত আবু সাদেকের ছেলে।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আবু সায়েম রাসেল ছাত্র-জনতার ওপর হামলার মামলায় এজাহার নামীয় আসামি। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিল। তার নামে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এএএ/এস