ঢাকামঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

টাঙ্গাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২২ মার্চ ২০২৫ , ১০:০০ পিএম


loading/img
ছবি: আরটিভি

চলমান অপারেশন ডেভিল হান্টে টাঙ্গাইলের ভূঞাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

শনিবার (২২ মার্চ) বিকালে উপজেলার শিয়ালকোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে সদর থানার মাধ্যমে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত খায়রুল ইসলাম তালুকদার পৌর এলাকার ঘাটান্দি গ্রামের মৃত জালাল উদ্দিন তালুকদারের ছেলে।  

বিজ্ঞাপন

এ ব্যাপারে জানতে চাইলে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, খায়রুল ইসলাম তালুকদারকে শিয়ালকোল থেকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার মামলায় আগামীকাল (রোববার) টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হবে। সেখান থেকে আদালতে প্রেরণ করা। 

আরটিভি/কেএইচ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |