ঢাকাবুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ১৫

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৩ মার্চ ২০২৫ , ০৯:৫৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে নারী শিশুসহ ১৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

রোববার (২৩ মার্চ) ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আটককৃতরা হলেন- মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মো. মিরাজ (২৭), নড়াইলের কালিয়া উপজেলার মাথাভাঙা বড় নাল গ্রামের উজ্জ্বল মোল্লা (২৮), খুলনার দৌলতপুরের বিএল রোডের সোহাগ সিকদারের ছেলে শাকিল শিকদার (২২), কুষ্টিয়ার ভেড়ামারার হালদারপাড়ার সহাদবের ছেলে সুব্রত বিশ্বাস (১৮), বাগেরহাটের মোল্লাহাটের চাঁদেরহাট গ্রামের নারায়ণ মজুমদারের ছেলে নয়ন মজুমদার (২৮) ও ঢাকার মোহাম্মদপুরের শেরে বাংলা রোডের অশোক বালা (৪৫)।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, বাঘাডাংগা বিওপির হাবিলদার জিনারুল ইসলামের নেতৃত্বে টহল চলাকালে কাঞ্চনপুর গ্রামের রাস্তা থেকে আট বাংলাদেশিকে আটক করে বিজিবি। খোসালপুর বিওপির হাবিলদার শিকদার ইউনুসের নেতৃত্বে টহলে নারী ও শিশুসহ সাতজনকে আটক করে বিজিবি। এ দিকে পলিয়ানপুর বিওপির হাবিলদার জুয়েলের নেতৃত্বে সীমান্তবর্তী রায়পুর গ্রামে অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, পৃথক এসব অভিযানে আটক ১৫ জনের মধ্যে সাতজন নারী ও দুজন শিশু। আইনগত বাধ্যবাধকতার কারণে আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, আটক ৯ নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। বাকি ৬ বাংলাদেশিকে পাসপোর্ট আইনে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |