ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আখাউড়ায় রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ১০:০৫ পিএম


loading/img

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় কলেজপাড়াস্থ বাঁধন কমিউনিটি সেন্টারে আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও আখাউড়া রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বির সঞ্চালনায় আয়োজিত এক সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে মো. রুবেল আহমেদকে (দৈনিক কালবেলা) সভাপতি এবং মো. সাদ্দাম হোসেনকে (আরটিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া মো. নাজমুল আহমেদ রনি (সময়ের আলো) সাংগঠনিক সম্পাদক এবং মো. অমিত হাসান আপু (নব চেতনা) প্রচার ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বিজ্ঞাপন

কমিটিতে মোট ১৫ সদস্য রয়েছেন, যাদের মধ্যে বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিরা স্থান পেয়েছেন।

অনুষ্ঠানে সাংবাদিকতা পেশার মান উন্নয়ন ও ঐক্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা হয়। নতুন কমিটির নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করেন এবং পেশাগত দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |