রাসেলস ভাইপার সাপের কামড় থেকে রক্ষার্থে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ও দৌলতদিয়া ইউনিয়নের চরাঞ্চলের ১৫০ জন কৃষকের মধ্যে গামবুট বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ মে) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃষকদের হাতে এসব গামবুট তুলে দেয়া হয়।
গামবুট নিতে আসা কৃষক হোসেন আলী বলেন, চরাঞ্চলে ফসলের খেতে হঠাৎ করে আবারও রাসেলস ভাইপার সাপের দেখা মিলছে। এতদিন সাপের ভয়ে খেতে যেতে পারিনি। গামবুট পেয়েছি এখন নিশ্চিন্তে খেতে যেতে পারবো, খেতের ফসল তুলে ঘরে আনতে পারবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান বলেন, রাসেলস ভাইপারের ভয়ে কৃষকরা খেতে ফসল তুলতে যেতে পারছিল না এবং তারা আতঙ্কিত ছিলেন। কৃষকদের কথা চিন্তা করে তাদেন সাপের কামড় থেকে বাঁচাতে গামবুট দেওয়া হয়েছে। চরাঞ্চলের ১৫০ জন কৃষকের মাঝে আজ গামবুট দেয়া হলো। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের কৃষকদের মধ্যে গামবুট বিতরণ করা হবে। এছাড়া সচেতনতায় মাইকিংসহ নানা উদ্যোগ গ্রহণ করা হবে।
এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরউজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আরটিভি/এএএ