পরকীয়ায় ক্ষিপ্ত হয়ে স্ত্রী-সন্তানদের হত্যাচেষ্টা, নিজের গলাও কাটলেন যুবক

আরটিভি নিউজ

বুধবার, ১৪ মে ২০২৫ , ০১:৪০ এএম


পরকীয়ায় ক্ষিপ্ত হয়ে স্ত্রী-সন্তানদের হত্যাচেষ্টা, নিজের গলাও কাটলেন যুবক
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া শহরে মামুন আলী নামে এক যুবকের বিরুদ্ধে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও দুই সন্তানকে মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। তাদেরকে গুরুতর আহত করে আত্মহত্যার চেষ্টা করেন মামুন আলী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যার পর কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় চারজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আহতরা হলেন- কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকার রবিউল ইসলামের ছেলে মামুন, তার স্ত্রী মেঘলা, চার বছর বয়সী কন্যা শিশু কুলসুম ও দেড় বছর বয়সী কন্যা শিশু জান্নাত।

বিজ্ঞাপন

এ ব্যাপারে মামুনের পরিবার, স্বজন ও প্রতিবেশীরা বলেন, মামুনের স্ত্রী মেঘলা পরকীয়ায় লিপ্ত ছিল। পরপুরুষের সাথে মোবাইলে কথা বলেন। এ নিয়ে মাঝে মধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে আজ সন্ধ্যার পর স্ত্রীকে বেধড়ক মারপিট করে এবং কুপিয়ে হত্যার চেষ্টা করে মামুন। পরে দুই কন্যা শিশুকে আছাড় মারে। এতে তারা তিনজনই গুরুতর আহত হয়। এরপর মামুন ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা চেষ্টা করেন।  

এ বিষয়ে প্রতিবেশী স্বপ্না খাতুন বলেন, মামুনের স্ত্রী কয়েকদিন আগে পালিয়ে গিয়েছিল। তারপর আবারও ফিরে আসে। এরপর স্বামীর সাথে সংসার করছিলো। হঠাৎ আজ এ ঘটনা ঘটে। তাদেরকে আমরা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে এসেছি। তাদের চারজনেরই অবস্থা গুরুতর বলেও জানান তিনি। 

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা বলেন, মারপিট ও ধারালো অস্ত্রের আঘাতে চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের চারজনের অবস্থা আশঙ্কাজনক। আমার সর্বোচ্চ চিকিৎসাসেবা দিচ্ছি বলেও মন্তব্য করেন তিনি। 

বিজ্ঞাপন
Advertisement

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। চারজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission