কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে জেলা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছেন পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (১৭ মে) সন্ধ্যা পৌনে ৭টায় এ ঘটনা ঘটে। আগুনের ঘটনায় কুমিল্লাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
এর আগে পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা নগরীর ঈশ্বরপাঠশালা এলাকা থেকে নবগঠিত জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি প্রত্যাখ্যান করে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কান্দিরপাড় হয়ে লিবার্টি মোড়ে এসে পার্টি অফিসের সামনে অবস্থান করে।
পরে বিক্ষোভকারীরা বিএনপির কার্যালয়ের তালা খুলে ভেতরে ভাঙচুর করেন। পরে সেখানে আগুন লাগিয়ে দেন তারা। পরে কার্যালয়টির সামনে থাকা লোকজন এসে আগুন নিভিয়ে দেয়।
গেলো ১৫ মে বৃহস্পতিবার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। ছাত্রদল নেতা কাজী জোবায়ের আলম জিলানীকে সভাপতি ও এমদাদুল হক ধীমানকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ জেলা ছাত্রদলের ৬ সদস্যের আংশিক কমিটি এবং ছাত্রদল নেতা নাহিদ রানাকে সভাপতি ও ফায়াজ রশিদ প্রিমুকে সাধারণ সম্পাদক করে মহানগর ছাত্রদলের ১৩ সদস্যের আংশিক কমিটি দেওয়া হয়েছে। নবগঠিত ছাত্রদলের কমিটি ঘোষণার পর গেলো কদিন নগরীজুড়ে বেশ উত্তেজনা বিরাজ করছে।
আরটিভি/এমকে