নেত্রকোণার বারহাট্টায় স্কুলছাত্রী হত্যায় কাওছার মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (২৭ মে) জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, উপজেলার প্রেমনগর গ্রামের নিখিল চন্দ্র বর্মণের মেয়ে মুক্তি রানী বর্মণ ছালিপুড়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত। একই গ্রামের শামছু উদ্দিনের ছেলে কাওছার মিয়া তাকে স্কুলে আসা যাওয়ার উত্ত্যক্ত করতেন। মুক্তির কাছ থেকে বিষয়টি জানার পর বিষয়টি কাওছারের বাবা-মাকে জানান তারা। এতে ক্ষিপ্ত হয়ে কাওসার ২০২৩ সালের ২ মে দুপুরে মুক্তি রানী বর্মণকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে প্রথমে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরদিন নিখিল চন্দ্র বর্মণ মামলা করেন।
একই বছরের ৭ আগস্ট তদন্ত কর্মকর্তা এসআই আবু সায়েম আদালতে অভিযোগপত্র জমা আদালতে দেন। দীর্ঘ শুনানি শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন।
আরটিভি/এএএ