হাওরে মদ খেয়ে গান বাজিয়ে নাচছিল ৩৯ কিশোর, হঠাৎ হাজির সেনাবাহিনী

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ১৫ জুন ২০২৫ , ১১:০৩ এএম


হাওরে উচ্চ শব্দে গান বাজিয়ে মাতলামি, এরপর যা ঘটল 
ছবি: আরটিভি

কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে নৌকা ভ্রমণে গিয়ে উচ্চশব্দে ডিজে গান বাজিয়ে নাচানাচি, মদপান ও মাদক সেবনের অভিযোগে ৩৯ কিশোরকে আটক করেছে যৌথ বাহিনী।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ জুন) বিকেলে উপজেলার রায়টুটি ইউনিয়নের বর্শিকুড়া সেতু এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

অভিযানে ইটনা থানার পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ইটনা উপজেলার থানেশ্বর গ্রামের কিশোর গ্যাংয়ের প্রায় ৩৯ জন সদস্য একই ধরনের পোশাক পরে হাওরে নৌকা ভাড়া করে যায়। সেখানেই তারা উচ্চস্বরে ডিজে গান বাজিয়ে নাচানাচি করে এবং খোলা পানিতে বসে মদপান ও গাঁজা সেবন করে।

অভিযান চালিয়ে যৌথ বাহিনী ২০টি খালি মদের বোতল, প্রায় ৩০০ গ্রাম গাঁজা, ১৫টি ইয়াবা ট্যাবলেট, একটি ধারালো ছুরি এবং ব্যবহৃত নৌকা জব্দ করে। পরে আটক সবাইকে ইটনা থানায় নিয়ে যাওয়া হয়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, আটকদের মধ্যে ৩৭ জনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission