ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

২ মাস ধরে পানি নেই কিশোরগঞ্জ রেলওয়ে প্রকৌশলীর কার্যালয়ে

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ 

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ০৪:৩৭ পিএম


loading/img
ছবি: আরটিভি

দুই মাস ধরে পানি নেই কিশোরগঞ্জ রেলওয়ে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ)-এর কার্যালয়ে। টিউবওয়েল ও বৈদ্যুতিক মোটর দুটোই নষ্ট হয়ে পড়ে আছে। এ কারণে ভোগান্তি পোহাচ্ছেন প্রকৌশলী কার্যালয়ের ৯ জন কর্মকর্তা ও কর্মচারী। 

বিজ্ঞাপন

বুধবার (১৮ জুন) সংবাদ সংগ্রহের কাজে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে গেলে চোখে পড়ে উপসহকারী প্রকৌশলী অফিসের গেইটে ও দরজায় তালা ঝুলানো। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলা অবস্থায় একজন কর্মচারী ছুটে এলেন। জানতে চাওয়া হয় অফিস সময়ে তালা ঝুলিয়ে রাখার কারণ। জানালেন অফিসের কাজে সকলেই বাহিরে থাকায় তিনি তালা দিয়ে প্রকৃতির ডাকে পার্শ্ববর্তী বাসায় গিয়েছিলেন। দুই মাস যাবত অফিসের টিউবওয়েল ও বৈদ্যুতিক মোটর নষ্ট হয়ে পড়ে আছে। পানি না থাকায় প্রতিদিনই অফিসের সকলেই নানান ভোগান্তি পোহাচ্ছেন। দৈনন্দিন কাজে সমস্যা হচ্ছে।

কিশোরগঞ্জ রেলওয়ে ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী (পথ) আনিছুজ্জামান বলেন, গত দুই মাস ধরে অফিসের টিউবওয়েল ও বৈদ্যুতিক মোটর নষ্ট হয়ে পাড়ে আছে। এ কারণে অফিসের সকলেই ভোগান্তিতে আছি। পানির জন্য অনেক কষ্ট করতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। হয়তো কিছুদিনের মধ্যে মেরামত হয়ে যাবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী-২ আহসান হাবিব বলেন, দুইমাস ধরে পানি না থাকার বিষয়টি আমাকে মৌখিক অথবা লিখিত কোনভাবে কেউ জানায়নি। এসব বিষয় জানার সঙ্গেসঙ্গে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। এইগুলো মেরামত করার জন্য যথেষ্ট লোক আছে। একটা অফিসে দুই মাস ধরে পানি নাই, এইটা হতে পারে না। আমি খোঁজ নিয়ে সমস্যার সমাধান করে দেব।

আরটিভি/এএএ/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |