কিশোরগঞ্জের ভৈরবে মোবাইল চুরির অভিযোগে ইমন মিয়া (২২) নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে রেখে তিনদিন ধরে নির্যাতন ও মাথা ন্যাড়া করে রঙ দিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জামাল মিয়া। জামাল মিয়া শ্রীনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি সদস্য।
শনিবার (২১ জুন) বিষয়টি জানার পর দুপুরে ভৈরব থানা পুলিশের উপপরিদর্শক শাহাদাৎ হোসেন ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত চোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
অভিযুক্ত যুবক ইমন মিয়া ভৈরব পৌর এলাকার কালিপুর রামশংকরপুর এলাকার রউফ মিয়ার ছেলে।
জানা যায়, গত তিনদিন আগে (বুধবার) মোবাইল চুরির অপরাধে এলাকাবাসী ইমনকে আটক করে জামাল মেম্বারের কাছে নিয়ে আসে। গত তিনদিন ধরে জামাল মেম্বার তার বাড়িতে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে এলাকার যুবকদের দিয়ে চোরের অর্ধেক মাথা ন্যাড়া করে দেন। পরে সেই মাথায় রঙ ঢেলে দেন। এই ঘটনা জানাজানি হলে চোরকে দেখতে বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসেন উৎসুক জনতা।
এ বিষয় জানতে ইউপি সদস্য জামাল মিয়াকে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে ভৈরব থানার এসআই এহসানুল কবির বলেন, খবর পেয়ে শনিবার দুপুরে ইমনকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/এমকে