ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ১০:১৪ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই নেতার বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। সোমবার উপজেলার মেহারিতে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে হামলা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কসবা থানার ওসি মোহাম্মদ আবদুল কাদের।

পুলিশ জানায়, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. আবদুল আউয়ালের সঙ্গে শ্রম বিষয়ক সম্পাদক মোস্তফা কামালের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে এ বিরোধ। এর জের ধরে সোমবার মেহারি ইউনিয়নের শিমরাইল সাতপাড়া এলাকায় দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক মানুষ উপস্থিত হয়েছে।

বিজ্ঞাপন

114441000

আহতদের মধ্যে কামাল মিয়া (২৪), জসিম উদ্দিন (৪০), কিবরিয়া (৫০) ও টেঁটা বিদ্ধ সুমন মিয়াকে (৪৫) কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়।

এ বিষয়ে কসবা থানার ওসি মোহাম্মদ আবদুল কাদের বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |