ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

নাটোরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহতের ঘটনায় সেই বাসচালক গ্রেপ্তার

আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ০২:৫৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নাটোরে বাসচাপায় সিএনজি অটোরিকশার চালকসহ চারজন নিহতের ঘটনায় বাসচালক মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। 

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত মামুনুর রশিদকে আদালতে পাঠানো হয়।

এর আগে, মঙ্গলবার রাতে রাজশাহীর চকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মামুনুর রশিদ রাজশাহীর পুঠিয়া থানার ভাংড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।

বিজ্ঞাপন

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহবুর রহমান বলেন, গত ২০ জুন বিকেল সাড়ে ৪টার দিকে রাব্বী পরিবহনের যাত্রীবাহী বাস নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে চালকসহ মোট ৪ জন নিহত হন।

তিনি আরও বলেন, এ ঘটনায় সিএনজি চালক বাবুর স্ত্রী বাদী হয়ে সড়ক আইনে একটি মামলা দায়ের করেন। পরে ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বাসচালক মামুনুর রশিদকে গ্রেপ্তার করে। পরে বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |