মৌলিক সংস্কার বাস্তবায়নে ‘জুলাই সনদ’ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাড়াইল উপজেলা শাখা।
বুধবার (২৫ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মিছিল বের হয়। পরে মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তাড়াইল বাজারে খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় নেতারা বলেন, ‘জুলাই ঘোষণাপত্র’ প্রণয়ন, ‘জুলাই সনদ’ মৌলিক সংস্কার দ্রুত কার্যকর এবং বিচারের সুস্পষ্ট রোডম্যাপ না করে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন গণঅভ্যুত্থানকে স্রেফ একটি ক্ষমতা হস্তান্তরের মাধ্যম হিসেবে পরিণত করবে এবং রাষ্ট্র বিনির্মাণের জনআকাঙ্ক্ষাকে অবদমিত করবে। জনগণের দাবি তথা ‘জুলাই সনদ’ রচনা ও কার্যকর করার পূর্বে নির্বাচনের কোনো তারিখ ঘোষিত হলে তা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না।
বিক্ষোভ মিছিলে তাড়াইল উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী সার্জেন্ট মহিউদ্দিন মাসুদের (অব.) নেতৃত্বে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের অন্যতম বীর যোদ্ধা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলার আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির কিশোরগঞ্জ জেলার সংগঠক ইকরাম হোসেন, যুগ্ম সমন্বয়কারী শেখ কাওসার হোসেন, এম এ মান্নান আলমগীর হোসেন শাফায়াত উল্লাহসহ এনসিপির শীর্ষ নেতারা।
আরটিভি/এফএ