টেকনাফের সেন্টমার্টিনে পরিত্যক্ত অবস্থায় ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোস্টগার্ড। এগুলোর বাজারমূল্য প্রায় ১৬ কোটি টাকা।
বিজ্ঞাপন
শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের স্টেশন কমান্ডার লে. ফয়সাল বীন রশীদের নেতৃত্বে কোস্ট গার্ড পূর্ব জোনের একটি টহল দল পূর্ব-বিচ এলাকায় একটি ফিসিং বোট থেকে পরিত্যক্ত অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করে।
কোস্টগার্ডের গণসংযোগ কর্মকর্তা লে. কমান্ডার বিএন এম লোকমান হাকিম বলেন, জব্দকৃত ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা রয়েছে। তবে সাগরে ডুবে যাওয়ায় ট্রলারটি জব্দ করা হয়নি।
বিজ্ঞাপন
আরও পড়ুন:
এসএইচ/পি