ঢাকামঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

থানার সামনে থেকে ৪০ হাজার ইয়াবাসহ ড্রাইভার আটক

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৩ মার্চ ২০২৫ , ০৩:৫৪ এএম


loading/img
ছবি: আরটিভি

কক্সবাজারের রামু থানার সামনে থেকে ৪০ হাজার ইয়াবাসহ নেজাম উদ্দিন (২৮) নামে এক ড্রাইভারকে আটক করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

শনিবার (২২ মার্চ) বিকেলে একটি যাত্রীবাহী নোয়াহ গাড়ি থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটক নেজাম উদ্দিন টেকনাফ হোয়াইক্ষ্যং ইউনিয়নের উনচি প্রাং এলাকার মোহাম্মদ আইয়ুব আলীর ছেলে।

বিজ্ঞাপন

রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হৃীলা স্টেশন থেকে ছেড়ে আসা একটি সাদা নোয়াহ গাড়িকে রামু থানার সামনে ব্যারিকেট দিয়ে থামানো হয়। এরপর অভিযান পরিচালনা করে নোয়াহ গাড়ির পেছন দিকে বিশেষ কায়দায় লুকানো ইয়াবাগুলো গ্রাইন্ডিং মেশিন দ্বারা কেটে উদ্ধার করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়।

আটক ব্যক্তি নেজামের সঙ্গে কথা হলে তিনি বলেন, গাড়ির আসল চালক দেলোয়ারের ভাড়া করা ৬ যাত্রী নিয়ে বদলি চালক হিসেবে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় পুলিশ গাড়িটি থামিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে। 

আটক গাড়ির মালিক টেকনাফ উপজেলার হোয়াইক্যং হারাংখালির মোহাম্মদ রাশেদ বলে জানা গেছে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন রামু থানার এসআই ইসমাইল। 

বিজ্ঞাপন

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি ইমন কান্তি।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |