ঢাকাবৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

শাহজালালে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ যাত্রী আটক

আরটিভি নিউজ 

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:১৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ হাজার ৪০০ পিস ইয়াবাসহ কাজল নামে এক যাত্রীকে আটক করেছে এভিয়েশন সিকিউরিটি ফোর্স (এভসেক)। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ওই যাত্রীকে আটক করা হয়। তিনি মালদ্বীপ যাচ্ছিলেন।  

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বহির্গমনের সময় চেক ইন রো-সি তে চেক ইন চলাকালে যাত্রীর লাগেজ স্ক্যানিংয়ের সময় ইয়াবার অস্তিত্ব মেলে। পরে তল্লাশি করে ৮ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে বিমানবন্দর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ শাখার কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |