ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

অপারেশন ডেভিল হান্টে আখাউড়ায় ইয়াবাসহ আ.লীগ নেতা গ্রেপ্তার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:৪৪ পিএম


loading/img

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উল্লাহকে ৯০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার  (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন। 

এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ের সামনে আখাউড়া-কসবা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা মনিয়ন্দ ইউনিয়নের মিনারকোট এলাকার মৃত হাসমত আলী ভূইয়ার ছেলে।

বিজ্ঞাপন

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ছমিউদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাকে অপারেশন ডেভিল হান্টের অভিযান চালিয়ে আমরা তাকে ৯০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করি। ওই আওয়ামী লীগ নেতাকে আদালতে পাঠানো হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |